• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পেছালো বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০২০, ১৬:১০
world athletics championships

করোনাভাইরাসের প্রকোপে ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা পিছিয়ে দেয়া হয়েছে। বাদ যায়নি অলিম্পিকও। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা জন্য এক বছরের জন্য পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে আগেই। এবার এক বছর পিছিয়ে দেয়া হলো বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপও।

মূলত অলিম্পিককে সুযোগ করে দিতেই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পেছানোর সিদ্ধান্ত সামনে এসেছে বলে জানিয়েছে বিবিসি।

চলতি বছরের ২৪ জুলাই জাপানের রাজধানী টোকিওতে বসার কথা ছিল অলিম্পিকের। এক বছর পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত।

অন্যদিকে ২০২১ সালের ৬ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের। ১৫ অগাস্ট পর্যন্ত তা চলার কথা ছিল। কিন্তু অলিম্পিক এক বছর পিছিয়ে দেয়ায় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপও পেছানো হলো।

বিশ্ব অ্যাথলেটিক্সের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের ১৫ জুলাই থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে ২৪ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেটের ইউগেন শহরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসার কথা রয়েছে।

করোনায় বিশ্বে সাড়ে ৮৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির সুযোগ দিচ্ছে অলিম্পিক
অলিম্পিকের সময় তিনটি আক্রমণের চক্রান্ত ব্যর্থ হয়
পদত্যাগ করলেন থিয়েরি অঁরি
২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় ভারত