• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ায় বলে থুতু লাগানো নিষেধ

স্পোর্টস ডেস্ক আরটিভি অনলাইন

  ০২ মে ২০২০, ১১:৫৯
Saliva and sweat
ফাইল ছবি

থুতু বা লালা দিয়ে ক্রিকেটারদের বলের পালিশ উজ্জ্বল করা নিষিদ্ধ করা যায় কি না বিষয়টি নিয়ে ভাবছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তার আগেই থুতু কিংবা লালার ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। করোনাভাইরাসের প্রকোপ শেষ হলে মাঠে ক্রিকেট ফিরলেই এটি কার্যকর হবে।

করোনার থাবায় স্থবির রয়েছে খেলাধুলা। অস্ট্রেলিয়ায় হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েও রয়েছে শঙ্কা।

ক্রিকেট মাঠে বল উজ্জ্বল রাখতে থুতু বা লালা দিয়ে পালিশ করা হয়। দিনের পর দিন এমনটাই করে আসছেন ক্রিকেটাররা।

বিশ্বকে মৃত্যুপুরীতে রূপান্তর করা করোনাভাইরাসের সংক্রমণ থুতুর মাধ্যমেও ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে থুতুতে থাকা ড্রপলেট থেকে এর সংক্রমণ হতে পারে। মাঠে থাকা ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করা বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হওয়া উচিত এমনই মত দিয়েছেন অনেকেই।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এখনও থুতু ব্যবহার আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা না দিলেও অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের স্বাস্থ্য নির্দেশিকা মেনে বলে থুতু-লালা লাগানো অবৈধ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডে জানিয়েছে, লালা কিংবা থুতুর মধ্যে দিয়ে করোনাসহ আরও রোগ-জীবাণু ছড়িয়ে পড়তে পারে। তাই করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরু হলে বলের পালিশ ঠিক রাখতে কোনও ক্রিকেটার লালা কিংবা থুতুর ব্যবহার করতে পারবে না।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নায়িকা হানিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন গায়ক বাদশা
নতুন ইসিদের কথা কম বলে কাজ বেশি করতে হবে: আলাল
তারা বলেছিল আমি সৌদিতে টাকার জন্য এসেছি: রোনালদো
এবার ইকুয়েডরকে নিয়ে সেভেনআপ গল্প তৈরি আর্জেন্টিনার