• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেসির দলে করোনা থাবা?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০২০, ১১:৫৯
messi corona
ছবি-সংগৃহীত

মার্চের মধ্যভাগে এসে স্থগিত হয় ফুটবল। দীর্ঘ তিন মাস পর বল গড়াবে মাঠে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে তালিকার উপরের দিকে রয়েছে স্পেন। দেশটিতে এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৭ হাজার ১২ জন। মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২৭ জনের। যদিও গেল দুইদিন একজনও মারা যায়নি করোনার কারণে। এমন পরিস্থিতিতে খবর এলো, লা লিগার দল বার্সেলোনার বেশ কয়েকজন করোনায় আক্রান্ত।

কাতালান রেডিও আরএসিওয়ান দাবি করেছে, বর্তমান চ্যাম্পিয়ন দলের ৫ জন খেলোয়াড় ও দুই জন স্টাফসহ ৭ জন কোভিড-নাইনটিনে শনাক্ত হয়েছেন। এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে এএস স্পোর্টস।

যদিও ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেনি। স্প্যানিশ লিগের শীর্ষে থাকা দলটি পুরো দমে ট্রেনিং শুরু করেছে আরও এক মাস আগেই।

আগামী ১২ জুন থেকে করোনা পরবর্তী লিগ ফের শুরু হচ্ছে। লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি মাঠে নামবে ১৪ জুন। প্রতিপক্ষ লিগের ১৮তম স্থানে থাকা মালরোকা।

ওয়াই