ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

না ফেরার দেশে গাজী আশরাফ লিপুর মা

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২২ জুন ২০২০ , ০৯:১৪ পিএম


loading/img
গাজী আশরাফ হোসেন লিপু

না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী আশরাফ হোসেন লিপুর মা মিনা হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। জানা গেছে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে সাড়ে চারটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বাদ এশা মোহাম্মদপুরের তাজমহল রোডে দাফন সম্পন্ন হবে বলে জানায় তার পারিবারিক সূত্র।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আবাহনী লিমিটেড, মুন্সীগঞ্জ ক্রীড়া সংস্থাসহ অনেক ক্রীড়া সংগঠন।

বিজ্ঞাপন

এক শোকবার্তায় বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘ বিসিবির পক্ষে আমি মরহুম মিনা হোসেনের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা সর্বশক্তিমানের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |