• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

না ফেরার দেশে গাজী আশরাফ লিপুর মা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুন ২০২০, ২১:১৪
Gazi Ashraf Lipu's mother did not return to the country
গাজী আশরাফ হোসেন লিপু

না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী আশরাফ হোসেন লিপুর মা মিনা হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। জানা গেছে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

সোমবার বিকেলে সাড়ে চারটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বাদ এশা মোহাম্মদপুরের তাজমহল রোডে দাফন সম্পন্ন হবে বলে জানায় তার পারিবারিক সূত্র।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আবাহনী লিমিটেড, মুন্সীগঞ্জ ক্রীড়া সংস্থাসহ অনেক ক্রীড়া সংগঠন।

এক শোকবার্তায় বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘ বিসিবির পক্ষে আমি মরহুম মিনা হোসেনের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা সর্বশক্তিমানের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের সংবর্ধনা
নতুন প্রধান নির্বাচক কে এই গাজী আশরাফ