ভাইকিংসকে বড় লক্ষ্য দিয়েছে সিক্সার্স
গ্রুপ পর্বে দুই দলেরই শেষ ম্যাচ। চিটাগং ভাইকিংস এই ম্যাচ শেষে প্রস্তুতি নেবে প্লে-অফ পর্বের ম্যাচগুলোর জন্য, অপরদিকে সিলেট সিক্সার্সের খেলোয়াড়রা ধরে নেবে যে যার গন্তব্য। প্লে-অফে উঠতে না পারলেও সিক্সার্সরা নিশ্চয় চাইবে না শেষ ম্যাচটা হেরে যেতে। ভাইকিংসদেরও এই ম্যাচ জিতলে সুযোগ আছে পয়েন্ট তালিকায় এক নম্বরে যাবার।
আজ শুক্রবার সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম।
ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান আফিফ হোসেন ফেরেন ১ রান করে। আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার খেলেন দুর্দান্ত ইনিংস। মাঝে জেসন রয়ের ১১, সাব্বির রহমানের ৩২ আর মোহাম্মদ নওয়াজের ব্যাটে আসে ৩৪ রান।
আন্দ্রে ফ্লেচার বিদায় নেন ১৯তম ওভারের চতুর্থ বলে। তার ব্যাটে আসে ৫৩ বলে ৬৬ রান।
২০ ওভার শেষে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬৫ রান।
ভাইকিংসের হয়ে হার্ডুস ভিলজয়েন বিপিএলে নিজের প্রথম ম্যাচেই নেন ৪টি উইকেট। ১টি উইকেট নেন নাঈম হাসান।
এমআর/পি
মন্তব্য করুন