ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন’

জাহাঙ্গীরনগর প্রতিনিধি

সোমবার, ১৪ মে ২০১৮ , ০১:২৪ পিএম


loading/img

কোটা বাতিলের ঘোষণার প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

বিজ্ঞাপন

‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন’ স্লোগানে সোমবার সোয়া ১০টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা দ্রুত কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানান। বিক্ষোভ মিছিলে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : চট্টগ্রামে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৭
--------------------------------------------------------

সংগঠনটির জাবি ইউনিটের মুখপাত্র আরমানুল ইসলাম খান আরটিভি অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেয়ার এক মাস পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারি হয়নি। আমরা দুইবার আল্টিমেটাম দিয়েছি তারপরও কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি। এরইমধ্যে সরকারের মন্ত্রীরা বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন, যা হতাশাজনক। এজন্য আমরা ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

এদিকে কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে বেশ কয়েকটি বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :

জেবি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |