ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

মেসির মধ্যে ফুটবলের প্রাকৃতিক শক্তি আছে

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০১৮ , ০৮:১২ পিএম


loading/img

বার্সেলোনার তুনের সবচেয়ে ধারালো তীর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান সময়ে নিজের ফুটবল শৈলী দিয়ে বিশ্বকে মোহিত করে রেখেছেন এলএমটেন। লিওনেল মেসি মানেই পায়ের জাদুতে মোহিত হবে ফুটবল বিশ্ব। তটস্থ থাকবে প্রতিপক্ষের ডিফেন্স, গোলরক্ষক। ম্যাচে হবে গোলের ফুলঝুড়ি। গোল করবেন আবার সতীর্থদের দিয়ে গোল করাবেন। তার পা ফুটবল মাঠে শিল্পী হয়ে এঁকে যাবে নতুন শিল্প। 

বিজ্ঞাপন

চলতি মৌসুমে বার্সেলোনার তুনের সবচেয়ে ধারালো তীরটি ধারাবাহিকভাবে দুর্দান্ত গতিতে ছুটছে। পাঁচবার ব্যালন ডি’অর ট্রফি ঘরে তুলেছেন। এবারও এই অ্যাওয়ার্ডের দৌঁড়ে শীর্ষে রয়েছেন। ইতোমধ্যে তারা লা লিগায় শীর্ষস্থান দখল করে আছে। কোপা দেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করেছে। চ্যাম্পিয়নস লিগেও রয়েছে ভালো অবস্থানে। তার অসাধারণ সব কীর্তির জন্য অনেকেই অনেক মন্তব্য করে থাকেন। তাহলে বাদ যাবেন কেনো তিনি? হোক না সেটা প্রতিপক্ষের খেলোয়াড় তারপরও তো সে ফুটবল বিশ্বের খোরাক।

এবার বার্সেলোনা ও আর্জেন্টিনার ভিন গ্রহের এ তারকাকে নিয়ে মন্তব্য করেছেন সাবেক রিয়াল কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি।

বিজ্ঞাপন

এল লারগুয়ের রেডিও’র একটি অনুষ্ঠানে পেল্লেগ্রিনি বলেন, মেসির মধ্যে ফুটবলের প্রাকৃতিক একটি শক্তি আছে, যেটির সঙ্গে অন্য কোনো খেলোয়াড় নিজেকে মানিয়ে নিতে পারে না। তবে রোনালদো কঠোর পরিশ্রম, সাধনা ও আকাঙ্ক্ষা থেকে তার এই বর্ণাঢ্য ক্যারিয়ার গড়েছে। সে অবশ্যই এই বিষয়ে প্রশংসা পাওয়ার যোগ্য।

তিনি বলেন, রোনালদোর মধ্যে হয়তো মেসির মত এই ধরনের কৌশলগত গুণাবলি নেই, কিন্তু মেসি বিগত বছরগুলোতে যা করেছে, রোনালদোর মাঝেও তা দেখা গেছে। আমি মনে করি সাম্প্রতিক সময়ে তারা যা করেছে তাতে দুজনেরই বেতন সমান হওয়া উচিত। 

বর্তমানে বার্সেলোনা তারকা লিওনেল মেসি বছরে ৫০ মিলিয়ন ইউরো বেতন পান। আর রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পান তার অর্ধেক অর্থাৎ ২৫ মিলিয়ন ইউরো।

বিজ্ঞাপন

গত মৌসুমে দুর্দান্ত খেললেও চলতি মৌসুমে বেতন বাড়ানোর ব্যাপারে অনাগ্রহ দেখিয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এতে ভীষণ মনক্ষুণ্নও হয়েছেন রোনালদো।

কেননা, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা গত নভেম্বরে নতুন চুক্তি করে মেসির বেতন বাড়িয়ে ৫০ মিলিয়ন ইউরো করেছে। 

পেল্লেগ্রিনি বর্তমানে চাইনিজ ক্লাব “হেবেই চাইনা ফরচুন” এর কোচের দায়িত্ব পালন করছেন।

এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |