ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ক্রিকেটের পর রাজনীতির মাঠে নামবেন ওয়ার্নার!

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ , ০৮:৪৪ পিএম


loading/img

সুযোগ পেলে শুধু ক্রিকেট নয়, রাজনীর মাঠেও নেতৃত্ব দিতে চান অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

বিজ্ঞাপন

দেশটির গণমাধ্যম দ্যা ফাইনাল ওয়ার্ড পোডকাস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

গত বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বের সময় সামনে থেকে নেতৃত্ব দেন ওয়ার্নার। তখন প্রশংসিত হওয়ার পাশাপাশি সমালোচিতও হন তিনি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি ভবিষ্যতে রাজনীতির মাঠে পা রাখার ইঙ্গিত দেন।

বিজ্ঞাপন

ডেভিড ওয়ার্নার বলেন, আপনি যখন মনে-প্রাণে কিছু বিশ্বাস করবেন, তখন সেটা নিয়ে আপনাকে যুদ্ধ করতেই হবে। আমি হার মানিনি, কারণ আমাদের কাউকে না কাউকে সামনে থেকে নেতৃত্ব দিতেই হবে। ভবিষ্যতে হয়ত দেশকেও সামনে থেকে নেতৃত্ব দিতে চাইব।

তবে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর কী করবেন তা এখনও ঠিক করেননি উল্লেখ করে তিনি বলেন, ছোটবেলা থেকে আমার ভাই এবং আমাকে ঘরের সব কাজ করতে হত। বড় হয়ে বাড়ির বিল পরিশোধের জন্য অর্থ উপার্জন করতে হয়েছে আমাকে। আমি চাই না আর কাউকে এভাবে কষ্ট করতে হোক।

নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথের অনুপস্থিতে সদ্য সমাপ্ত ট্রান্স-তাসমান টি-টুয়েন্টি সিরিজে ওয়ার্নারের নেতৃত্বেই জিতেছে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

কে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |