ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

প্রবাসীর স্ত্রীর রগ কাটা মরদেহ উদ্ধার, আটক স্বামী 

যশোর প্রতিনিধি|আরটিভি নিউজ

রোববার, ১৪ মার্চ ২০২১ , ০৪:২২ পিএম


loading/img
প্রবাসীর স্ত্রীর রগ কাটা মরদেহ উদ্ধার, আটক স্বামী

যশোরের চৌগাছায় হাসু খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় প্রবাসী স্বামীকে আটক করেন পুলিশ। রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। 

বিজ্ঞাপন

নিহত হাসু খাতুন  উপজেলার চাকলা গ্রামের প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী। আলাউদ্দিন সম্প্রতি দুবাই থেকে বাড়িতে এসেছেন।

চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল জানান,  পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহটি নামিয়ে ফেলেন আলাউদ্দিনের মা (হাসুর শাশুড়ি)। ওই নারীর বাম হাত ও বাম পায়ের রগ ক্ষতবিক্ষত ছিল। পরে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হাসুর স্বামী আলাউদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনার বিষয়ে যশোরের চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, মরদেহের বাম হাত ও বাম পায়ের রগ কাটা আছে। জিজ্ঞাসাবাদের জন্য হাসুর স্বামী আলাউদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন...
কালিয়াকৈরে কলোনিতে ১৫ ঘরে আগুন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |