ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুরে বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে সাত্তার ও বাউপুর গ্রামের কলিমউদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাবার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক সাত্তার ও কলিমউদ্দিন মারা যায়। এদিকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার রিয়াজুদ্দিন আরটিভি নিউজকে জানান, উদ্ধার তৎপরতা শেষে নিহতদের মরদেহ থানায় নিয়ে যায় হয়েছে।
জিএম