রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদৎ মেম্বার পাড়ার দিনমজুর কিরণ মুন্সির স্ত্রী ববিতা বেগম (২৮) গত ৪ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক ভাবে একসঙ্গে তিনটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। পরিবারে নতুন সদস্যের আগমনে খুশিতে আত্মহারা কিরণ মুন্সি সন্তানদের নাম রাখেন তামিম, তাসিন, তানজিল। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তার সে আনন্দ কমে যায়।
কারণ তিনটি শিশুসন্তানকে লালন পালন করতে যে খরচ হয়় তা তিনি সারাদিনেও রোজগার করতে পারেন না। এ ছাড়ও তাদের ৭ বছর বয়সী আরও একটি পুত্রসন্তান রয়েছে।
একসঙ্গে জন্ম নেওয়া তিন শিশুকে নিয়ে পরিবারের সবাই আনন্দে আত্মহারা হলেও প্রিয় সন্তানদের মুখের আহার জোগাতে বাস্তবতার সামনে দাঁড়িয়ে দ্রুতই সেই আনন্দে ভাটা পড়ছে। নবজাতকদের খাবারের ব্যবস্থা করতে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন তারা।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন আরটিভি নিউজকে জানিয়েছেন, হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া তিন শিশু যাতে সমাজের অন্যান্য শিশুদের মত সমান সুযোগ পেয়ে বড় হতে পারে, সে জন্য গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। এই শিশুরাই হয়ত আগামীতে দেশ বরেণ্য মানুষ হয়ে উঠবে। তিনি সমাজের সামর্থ্যবান মানুষেকেও এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এমআই/এসকে