কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলা আহত ভাই রাহাত কবির আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত রাহাত কবির আলমের বাড়ি উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগতচর গ্রামে।
নিহতের খবরে শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
স্বজনরা আরটিভি নিউজকে জানিয়েছেন, দু'দিন আগে গেল বৃহস্পতিবার দুপুরে একই ইউনিয়নে গিয়াস উদ্দিন আত তাহেরীর ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে লক্ষ্মীপুর গ্রামের বখাটেদের হামলার শিকার হয় নিহত রাহাত কবির আলম। এ সময় সে মাথায় প্রচন্ড আঘাত পায়। ফলে গুরুতর আহত আলমকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় নিহতের ভগ্নিপতি সুজন মিয়া বাদী হয়ে রকি ও শাওন নামে যুবককে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আসামিদের গ্রেপ্তার পুলিশ সর্বোচ্চ চেষ্টা চলছে।
এমআই/এসকে