ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মগড়া নদীতে গোসলে নেমে ছাত্রী নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ , ০৮:০৩ পিএম


loading/img
ফাইল ছবি

নেত্রকোনার মদন উপজেলার মগড়া নদীতে গোসলে নেমে এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে মদন ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে নিজ বাড়ির পেছনে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। 

নিহত শিক্ষার্থী পরশখিলা (কোমারিকাণা) গ্রামের কৃষক রতন মিয়ার মেয়ে সোনামণি (১২)। তিনি উপজেলার মদন ইউনিয়নের পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। 

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রতিবেশী শিশুদের সঙ্গে গোসল করতে মগড়া নদীতে গিয়ে নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা অন্য শিশুরা বাড়ি এসে তাকে বিষয়টি পরিবারকে জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মদন ফায়ার সার্ভিসে সংবাদ দেয়।

মদন ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, উদ্ধার অভিযান শুরু হয়েছে। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। তবে কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার (২২ ডিসেম্বর) আবারও অভিযান চালানো হবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, নিখোঁজ ছাত্রীর উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |