ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ , ০৭:৩৩ পিএম


loading/img
আনিসুর রহমান

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের ছদ্মবেশে আনিসুর রহমান (৩০) নামের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া গ্রামের একটি ধানখেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আনিসুল সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোশিয়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আনিসুর রহমান। তবে তিনি বিদেশে থাকার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। এক বছর আগে দেশে ফেরেন। তবে দেশে ফিরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অব্স্থানের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। তাকে ধরতে পুলিশ কৃষকের বেশ ধারণ করে। আজ দুপুরে বোরো ধানের আবাদি জমিতে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ইসলামপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, নির্মল নামের এক সিপাহী ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এমআই/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |