ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ জুলাই ২০২২ , ০৯:১২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকার মছলিয়া ছড়া থেকে গলাকাটা মাটি চাপা দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম আব্দুর রাজ্জাক বাচ্চু বলে জানা গেছে। বাচ্চু ব্যাপারীহাট বদিজমাপুর এলাকার মৃত কয়ছার আলীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার নিহত কৃষক আবদুর রাজ্জাক বাচ্চু দুপুরে বাড়ি থেকে পাট কাঁটার জন্য বেরিয়ে পড়েন। পরে সেদিন সন্ধ্যা হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। এদিকে পরিবারের লোকজন নিকটতম আত্মীয়স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলে নিখোঁজ আবদুর রাজ্জাককে না পেয়ে মঙ্গলবার নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গতকাল বৃহস্পতিবার ( ২৮ জুলাই) সন্ধ্যায় নিহত আবদুর রাজ্জাকের বাড়ি থেকে সোয়া কিলোমিটার দূরে মসলিয়া বিলের পাড়ে এক নারী হাঁসের বাচ্চা খুঁজতে গিয়ে মাটিতে চাপায় দেখতে পান একটি মরদেহ। পরে ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন মরদেহ দেখতে ছুটে আসেন। খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

বিজ্ঞাপন

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান আরটিভি নিউজকে বলেন, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |