ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

এনজিওকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩১ জুলাই ২০২২ , ০৩:০৫ পিএম


loading/img
ছবি : আরটিভি নিউজ

টাঙ্গাইলের কালিহাতিতে পারভেজ (২৪) নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার এলেঙ্গায় অবস্থিত বাংলার মেলা সংস্থা (বিএমএস) নামে এনজিও অফিসটির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পারভেজ টাঙ্গাইল সদর উপজেলার হিরাকোটা গ্রামের বাহার আলীর ছেলে। তিনি ওই এনজিও'র মাঠ সংগঠক ছিলেন

পারভেজের সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো পারভেজ কাজ শেষে করে রাতে অফিস কক্ষেই ঘুমান। সকালে অফিসের অন্য কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে রুমের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদহে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কালিহাতি থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, পারভেজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |