ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ট্রাকচাপায় পুলিশের এএসআই নিহত

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৯ আগস্ট ২০২২ , ০৯:০২ এএম


loading/img

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় ট্রাকচাপায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ আগস্ট) সকালে বগুড়া সদর থানার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে বিকাশ চন্দ্র সরকার (৩৮)। তিনি কক্সবাজারে চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপবিএন) কর্মরত ছিলেন। ওসি সেলিম রেজা জানান, বিকাশ তার আগের কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক মামলায় সাক্ষী দিতে যান। পরে আদালত থেকে বগুড়া শহরের বাসায় ফিরছিলেন তিনি। এদিকে রোববার রাতে বগুড়া সদর থেকে অটোরিকশাতে ওঠেন। পরে বগুড়ার এরুলিয়া নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক বিকাশের অটোরিকশাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। তবে এসএসআই বিকাশের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |