ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নদীতে মিলল নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১২ নভেম্বর ২০২২ , ১০:৪৯ এএম


loading/img

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুইদিন পর করতোয়া নদী থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র মো. মনির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১২ নভেম্বর) ভোরে রূপপুর করতোয়া নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মনির (১৮) ওই এলাকার রিকশাচালক মো. হারুন অর রশিদের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের ফুপাতো ভাই ইমরান হোসেন জানান, শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. মনির হোসেন গত বৃহস্পতিবার দুপুরের খাবার শেষে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়। এরপর সে ওইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সঙ্গে নৌকায় করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও সে আর বাড়ি ফেরেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। শনিবার ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা তার মরদেহ নদীর পানিতে ভাসতে দেখে বাড়িতে খবর দেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারের ব্যবস্থা নিয়েছে। 

শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |