নাটোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন ফরম কেনার পর এক প্রার্থী জানতে পারলেন তিনি ওই ওয়ার্ডের ভোটার নন।
লালন নামে ওই প্রার্থী বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি উপজেলার বাহিমালি এলাকার মৃত মো. জয়নাল আলীর ছেলে।
লালনের জাতীয় পরিচয়পত্র দিয়ে অনুসন্ধান করে জানা যায়, তিনি এক বছর আগে অন্য উপজেলায় ভোটার স্থানান্তর করেছেন। তবে লালনের দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
আগামী ২৯ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভাসহ মাঝগাঁও ও জুয়াড়ি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর মনোয়নপত্র দাখিলের শেষ দিন।
লালন জানান, আমি ইউপি সদস্য পদে নির্বাচনের জন্য প্রায় ২ বছর থেকে জনসংযোগ চালিয়ে যাচ্ছি। তফসিল হওয়ায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মনোনয়ন ফরম কিনেছি। কিন্তু ফরমের সঙ্গে তালিকায় দেওয়া নিজের ভোটার নম্বর খুঁজতে গিয়ে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাচন অফিস লালনকে জানায়, এক বছর আগেই তিনি লালপুর উপজেলার ওয়ালীয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে তার ভোটার স্থানান্তর করেছেন। লালনের দাবি, এসব ঘটনার কিছুই তিনি জানেন না।
উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব জানান, নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা চলে এসেছে। এখন আর কিছুই করার নেই।