ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

খুলনায় তীব্র শীতের সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগ

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ , ১০:৩০ এএম


loading/img

খুলনাসহ সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা। কয়েক দিন ধরেই ঘন কুয়াশায় অধিকাংশ সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রতিদিনই কমছে তাপমাত্রা। বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগব্যাধি। এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বৃদ্ধরা।

বিজ্ঞাপন

খুলনা আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করছে। দিনের চেয়ে তুলনামূলক রাতের তাপমাত্রা কম। এ অবস্থা বিরাজ করবে আরও কয়েক দিন।

এদিকে প্রচণ্ড শীতে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। শীতে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। 

বিজ্ঞাপন

খুলনা শিশু হাসপাতালে ঘুরে দেখা যায়, সেখানে ভর্তি শতকরা ৮০ শতাংশ রোগীই ঠান্ডাজনিত রোগে (সর্দি, কাশি ও শ্বাসকষ্ট) আক্রান্ত। এ রোগগুলো খুব একটা ছোঁয়াচে না হলেও অন্যান্য রোগীদের আলাদা রাখা হয় তাদের কাছ থেকে। অধিকাংশ রোগীকে দেওয়া হয়েছে অক্সিজেন ও নেবুলাইজার। ফটোথেরাপিও দিতে হচ্ছে অনেককে।

হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা আল আমিন রাকিব বলেন, খুলনা শিশু হাসপাতালে ২৭৫ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ২৭৫ জন। বর্তমানে এখানে আর রোগী ভর্তি করার মতো শয্যা নেই। রোগী আসলে তাদের খুলনা জেনারেল অথবা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে হাসপাতালের আউটডোরে প্রতিদিন কয়েকশ রোগীকে চিকিৎসা দেওয়া হয়।

শিশু বিশেষজ্ঞ ডা. মুনির হোসেন বলেন, এ সময়টা শিশুদের জন্য খুবই খারাপ। যথা সম্ভব তাদের ঠান্ডা থেকে দূরে রাখতে হবে। অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের বিভিন্ন ধরনের ওষুধ সেবন করান, এটা ঠিক না। শুধু ঠান্ডার কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ে না। একই সঙ্গে আরও রোগে শিশুরা আক্রান্ত হতে পারে। তাই ঠান্ডা লাগলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

বিজ্ঞাপন

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, একদিকে সূর্যের তাপ নেই, অন্যদিকে উত্তর দিক থেকে বাতাসের প্রবাহ অব্যাহত থাকায় জেঁকে বসেছে শীত। আরও দু-তিন দিন শীতের তীব্রতা অব্যাহত থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |