ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

কীর্তনখোলা নদীতে ভাসছিল পথশিশুর মরদেহ

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২০ মে ২০২৩ , ১১:৫৩ এএম


loading/img

বরিশালের কীর্তনখোলা নদী থেকে পথশিশু সাথীর (১২) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২০ মে) সকাল ৮টায় বরিশাল নদী বন্দরের লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে কীর্তনখোলা নদীতে পড়ে ওই শিশু নিখোঁজ হয়।

লঞ্চঘাটের আরেক পথশিশু চাঁদনীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সে, জনি, সাথী ও আসলাম পন্টুনের পাশে বসেছিল। এ সময় হঠাৎ করে পেছন থেকে নাইম নামে এক ছেলে এসে সাথী ও আসলামকে ধাক্কা দেয়। এতে আসলাম সাঁতার কেটে উঠে আসতে পারলেও সাথী সাঁতার না জানায় ডুবে যায়। পরে তারা নদীতে ঝাঁপ দিয়ে সাথীকে খোঁজার চেষ্টা করে। তবে তাকে আর পাওয়া যায়নি

বিজ্ঞাপন

নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল, শনিবার সকালে নিখোঁজ পথ শিশু সাথীর মরদেহ ভাসতে দেখে পুলিশে সংবাদ দেন স্থানীয়রা। পরে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, শনিবার সকাল থেকে সাথীর খোঁজ খবর নিতে কেউ আসেনি। তবে তার পরিবারের লোকজনকে খোঁজার চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |