রাজধানীর উত্তর বাড্ডায় ভাড়া বাসার ছাদ থেকে পড়ে তাসিন আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
শনিবার (২৭ মে) সকালে উত্তর বাড্ডার গোপীপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, সাত তলার ছাদ থেকে পড়ে তাসিন গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরের মামা আনোয়ার হোসেন বলেন, তাসিন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাষিরি গ্রামে বাবুল মিয়ার ছেলে। গোপীপাড়ার ওই বাড়ির দ্বিতীয় তলায় সপরিবারে ভাড়া থাকতেন। ওই ভবনের ছাদে তাসিন ও অন্যান্য ভাড়াটিয়াদের গাছ আছে। গাছগুলোতে তাসিন নিয়মিত পানি দিত। সকালেও গাছে পানি দেওয়ার জন্য ছাদে যায় তাসিন। এর কিছুক্ষণ পর শোনা যায় তাসিন ছাদ থেকে নিচে পড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, স্বজনের দাবি ওই কিশোর ছাদ থেকে পড়ে গেছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।