ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীর তীর থেকে গলায় ওড়না প্যাঁচানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, রামপুরায় তিতাস নদীর তীরে এক যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ হাসপাতালে পাঠিয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, যুবকের গলায় ওড়না প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। মরদেহের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।