ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নির্বাচন এলে ষড়যন্ত্র শুরু হয় : হানিফ 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ , ০৮:৪৭ এএম


loading/img

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চান, তাদের চিহ্নিত করতে হবে। নির্বাচন এলে ষড়যন্ত্র শুরু হয়। 

বিজ্ঞাপন

সোমবার (৫ জুন) সন্ধ্যায় বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, অনেকে পিতৃ পরিচয়ে ক্ষমতা দেখায়। আবার বাবা আওয়ামী লীগ করলেও অনেক সন্তান সেই আদর্শ লালন করে না। তার প্রকৃত উদাহরণ ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তার বাবা এখনও আওয়ামী লীগের সভাপতি এবং দল মনোনীত উপজেলা চেয়ারম্যান হয়েছেন। তবে ছেলে তার আদর্শ ধারণ করতে পারেনি।

বিজ্ঞাপন

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় ও সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |