ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

চোরদের সঙ্গে সেলফি তুলে সেভেনআপ দিয়ে বাসার মালিকের আপ্যায়ন!

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩০ আগস্ট ২০২৩ , ১০:৫০ এএম


loading/img

নাটোর শহরের কানাইখালী এলাকায় চুরির মালামাল নিয়ে বের হওয়ার সময় চোরেরা প্রতিবেশীদের হাতে ধরা পড়ে। এ সময় প্রতিবেশীদের খবর পেয়ে বাড়ির মালিক ছুটে আসেন। পরে চোরদের সঙ্গে সেলফি তুললেন ওই বাড়ির মালিক। এ সময় তিনি আট লিটার কোমল পানীয় সেভেনআপ দিয়ে চোরদের আপ্যায়ন করেন। 

বিজ্ঞাপন

বুধবার (৩০ আগস্ট) স্থানীয়রা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে চোরকে মারধর না করে সেভেনআপ খাওয়ায় বাধ্য করাকে শাস্তি বলে মনে করেন স্থানীয়রা।

বাড়ির মালিক হলেন, নাটোর শহরের কানাইখালী এলাকার ব্যবসায়ী আনিসুর রহমান। তিনি শহরের মোটরসাইকেল পার্টস বিক্রেতা এবং শিউলি অটোসের সত্ত্বাধিকারী।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, আনিসুর রহমান ও তার স্ত্রী শুক্রবার (২৫ আগস্ট) শ্বশুরের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে যায়। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে দুই চোর তাদের বাড়িতে ঢুকে। পরে চুরির মালামাল নিয়ে বের হওয়ার সময় চোরেরা প্রতিবেশীদের হাতে ধরা পড়ে। এ সময় খবর পেয়ে বাড়ির মালিক ছুটে আসেন। কিন্তু বাড়িতে এসেই চোরদের সঙ্গে বাড়ির মালিক আনিসুর সেলফি তোলেন। পরে আনিসুর চোরদের মারধর না করে দুজনকে আট লিটার সেভেনআপ খাওয়ান। এ সময় আনিসুরের মেয়ে নিজের মোবাইল ফোনে ভিডিওটি ধারণ করে নিজের ফেসবুকে ছাড়েন। 

আনিসুর রহমান জানান, চোরদের সবাই মারধর করে। কিন্তু তাদের মারধর করার পর আবারও চুরি করে। আমি চিন্তা করলাম অভিনব কায়দায় তাদের শাস্তি দেওয়া হবে। এতে তারা চুরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। পরে তাদের বলা হয়, তোমরা যদি আট লিটার পানীয় শেষ করতে পারো, তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে। না পারলে তোমাদের পুলিশে দেওয়া হবে। 

তিনি আরও জানান, দুই চোরকে আট লিটার কোমল পানীয় সেভেনআপ খেতে বাধ্য করি। পরে সেভেনআপ এনে তাদের খাওয়ানো হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |