ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ভাগনের ছুরিকাঘাতে মামা খুন

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২৬ পিএম


loading/img
আটককৃত ব্যক্তি

চাঁদপুরের মতলব উত্তরে ভাগনের ছুরিকাঘাতে খুন হয়েছেন মামা। এ সময় স্থানীয়রা অভিযুক্ত ভাগনকে আটক করে পুলিশ সোপর্দ করেছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ চরমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি একই গ্রামের পূর্বপাড়ার আরশাদ আলীর ছেলে মানিক হোসেন (২৫)। আটককৃত ব্যক্তি আরিফ হোসেন (২২)। সম্পর্কে তারা মামা-ভাগনে হন।  

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ঘাতক আরিফের বাবা-মায়ের সঙ্গে মানিকের পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই কথাকাটাকাটি হতো। ঘটনার দিন শনিবার সকালে মানিক মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে বাড়িতে ফিরলে আরিফের বাবা আনোয়ারের সঙ্গে ঝগড়া হয়। এমন সময় উত্তেজিত হয়ে ভাগনে আরিফ ছুরি হাতে নিয়ে মামাকে শ্বাসনালীতে উপর্যুপরি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, শনিবার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |