কুয়াকাটায় পর্যটকদের সঙ্গে চুরির উদ্দেশ্যে বন্ধুত্ব, অত:পর.....

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৮ অক্টোবর ২০২৩ , ০৯:৪৭ এএম


কুয়াকাটা
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সি-বিচে বসেই প্রথম পরিচয়, সেখান থেকে চা-সিগারেট এবং আড্ডা। এরপর চোর নিজেই সেই পর্যটকদের সঙ্গে গড়ে তোলে বন্ধুত্ব। পর্যটকরাও বিশ্বাস করে নিয়ে যায় হোটেলে, রাতভর আড্ডা দিয়ে সবাই ঘুমিয়ে গেলে সর্বস্ব লুট করে পালিয়ে যায় চোর হৃদয় মোল্লা। বলছিলাম পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসা তিনজন পর্যটকের সঙ্গে ঘটে যাওনা অভিনব চুরির ঘটনা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুয়াকাটা সৈকতে বসে পৌরসভার ৫ নং ওয়ার্ডের রুহুল মোল্লার বখাটে হৃদয় মোল্লার সঙ্গে পরিচয় হয় বরিশাল থেকে আসা বাঁধন সাহা সহ তার তিন বন্ধুর। অভিনব কৌশলে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে রাত্রি যাপন করে হোটেলে বীচ ডোরে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে হৃদয় মোল্লা পর্যটকদের মোবাইল ফোন, ডিএসএলআর ক্যামেরা ও নগদ ৩২ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়।

এ বিষয় ভুক্তভোগী পর্যটকরা বলেন, আমরা সৈকতে বসা ছিলাম। তখন হঠাৎ করে এসেই আমাদের সঙ্গে গল্প করতে শুরু করে হৃদয় মোল্লা। কুয়াকাটার স্থানীয় বলায় আমরাও তার সঙ্গে দর্শনীয় স্থান ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে আলাপচারিতা করি। সে আমাদের সঙ্গে খুব ভালো আচরণ করায় আমরা তাকে রাতের খাবারের আহ্বান করি। পরে আমাদের সঙ্গে হোটেলে যায় এবং খাবার খেয়ে রাতে আমরা ঘুমিয়ে পড়লে আমাদের ক্যামেরা, মোবাইল এবং টাকা নিয়ে সে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

কুয়াকাটা হোটেল বীচ ডোর'র ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, গত ৫ অক্টোবর (বৃহস্পতিবার) বরিশাল থেকে আসা চারজন পর্যটক আমাদের হোটেলের ২০৪ নম্বর কক্ষটি ভাড়া নেয়। রাতে তাদের সঙ্গে হোটেলে স্থানীয় একটি ছেলে আসে। সকালবেলা শুনি তাদের মালামাল নিয়ে ওই ছেলে পালিয়ে গেছে। আমি তাৎক্ষণিক ট্যুরিষ্ট পুলিশকে বিষয়টি অবহিত করি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন, কুয়াকাটা বীচ ডোর হোটেল থেকে পর্যটকদের মালামাল চুরি হয়েছে এ সংক্রান্ত একটি অভিযোগ আসলে আমরা ঘটনার তদন্তে নামি। বিভিন্ন কৌশলে এবং একাধিক সোর্সের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে শনিবার শেষ রাতে চোর হৃদয় মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং চুরি যাওয়া মালামাল তার বাসা থেকে উদ্ধার করি। তবে এ সময় হৃদয়ের কাছে কোন নগদ টাকা পাওয়া যায়নি। এ ঘটনায় মহিপুর থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত হৃদয় মোল্লাকে শনিবার কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission