রাজধানীর বনশ্রীতে শেখ মোস্তাফিজুর রহমান কাজল (৪৬) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনা সদরের মৃত আব্দুল শেখের ছেলে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে মোস্তাফিজুরকে গলায় কাপড় পেঁচানো ও ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে এক বাসা থেকে গলায় কাপড় দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।