ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নড়াইলে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ , ১২:০৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

নড়াইলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের বসতঘর পুড়ে গেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ নভেম্বর) রাতে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী পূর্বপাড়া রাজবংশী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাস এলাকার বিকাশ বিশ্বাসের দুই ছেলে। এ দুর্ঘটনায় শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. হিমায়েত হুসাইন ফারুক।

বিজ্ঞাপন

তিনি বলেন, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের ঘরে আগুন লাগে। এতে মুহূর্তেই তার বসতঘর পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ধারণা এতে পরিবারটির অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি।

এ সময় শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিমায়েত হুসাইন ফারুক। এবং তাদেরকে আশ্বস্ত করেন নতুন করে ঘর নির্মাণ করতে সর্বত্র সহায়তা করবেন।

বিজ্ঞাপন

নড়াইল স্টেশন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহবুব আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরটিতে মালামালসহ প্রায় ৮ লাখ টাকার জিনিসপত্র ছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |