রাজশাহীতে নৌবন্দর প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর কাটাখালীর মাসকাটাদিঘী স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
তিনি বলেন, এখানে জুট ও সুগার মিল ঠিকমতো চলছে না। এগুলো ভালোমতো চালানোর যথাযথ উদ্যোগ নেওয়া হবে। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। রাজশাহীতে নৌবন্দর প্রতিষ্ঠা করা হবে। নৌবন্দর চালু হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে মোহা. আসাদুজ্জামান আসাদকে নির্বাচিত করুন।
তিনি বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে। দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। নির্বাচনী ইশতেহারে প্রধান অগ্রাধিকার হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমানো। এছাড়া আগামী ৫ বছরে ১ কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। নির্বাচনের পর অনেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আপনাদের ছেলে-মেয়েদের তার জন্য প্রস্তুত করুন।
মেয়র লিটন বলেন, যারা ৭ তারিখের আগে সরকারের পতনের কথা বলেছিল, তারা এখন কোথায়, কী করছে, আমরা সবই দেখছি। কেউ নির্বাচন ব্যাহত করতে বা ভোট প্রদানে বাধাগ্রস্ত করতে আসলে তাদেরকে নিজ দায়িত্বে প্রতিহত করতে হবে। ৭ জানুয়ারি জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করবে তারা শেখ হাসিনার সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে।
মেয়র লিটন আরও বলেন, যারা ২০১৪, ২০১৮ সালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, তারা গত এক বছর ধরে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। তারা বাসে, ট্রেনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করে প্রমাণ করেছে, তারা অতীতের ন্যায় অগ্নিসন্ত্রাসের সঙ্গেই আছে। তারা মানুষের কল্যাণ করতে পারে না।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদকে বিজয়ী করার লক্ষ্যে কাটাখালীর মাসকাটাদিঘী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।