• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরের হাইমচরে বিএনপির ৯ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

  ০৪ জানুয়ারি ২০২৪, ২১:০০

চাঁদপুর জেলার হাইমচর উপজেলা বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে হাইমচর থানা পুলিশ তাদের আটক করে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নতুন মামলায় তাদের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হাইমচর উপজেলা বিএনপি সদস্য আক্তার হোসেন মিলন, সাবেক সদস্য সাইফুল ইসলাম, যুবদল নেতা মো. জুয়েল মিজি, ২ নম্বর আলগী উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য মো. জুয়েল হোসাইন, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. দুলাল বেপারী, যুবদল ওয়ার্ড যুগ্ম সম্পাদক আল আমিন, হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, ২ নম্বর আলগী উত্তর ইউনিয়ন ছাত্রদল সদস্য হোসেন ছৈয়াল ও উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন।

বিষয়টি নিশ্চিত করে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, বিএনপির বিভিন্ন পদধারী ৯ জনকে মহজমপুর মিলনের বাড়ি থেকে একসঙ্গে আটক করা হয়। তাদের কাছ থেকে নির্বাচনবিরোধী লিফলেট, প্লে কার্ড এবং লাঠি পাওয়া গেছে।

পরে নাশকতার বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার পর আসামিদের আদালতে পাঠানো হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ছাত্রলীগ নেতা শাহীন গ্রেপ্তার 
বিমানবন্দরে খালেদা জিয়া
খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে মারুফ কামালের আবেগঘন স্ট্যাটাস
যুক্তরাজ্যে ‘ভিআইপি প্রটোকল’ পাবেন খালেদা জিয়া