• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে মেঘনায় ট্রলার থেকে ৮৫ মণ জাটকা জব্দ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৪, ১৩:৩৪

চাঁদপুরের হাইমচর ঈশানবালা কাঠবডি ট্রলারে থাকা ৮৫ মণ (৩৪০০ কেজি) জাটকা জব্দ করেছে জেলা টাস্কফোর্স। তবে এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কোস্টগার্ড স্টেশনে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীর উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় জব্দকৃত জাটকা মাছগুলো বিতরণ করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, চাঁদপুর জেলা টাস্কফোর্স সদস্যরা রোববার বিকেলে মেঘনা নদীতে অভিযানে বের হয়। তারমধ্যে একটি দল মেঘনা মোহনা এলাকায় অভিযান চালায়। সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার হিজলা থানা থেকে জাটকাবোঝাই ট্রলারটি হাইমচর ইশানবালার দিকে যাওয়ার সময় আটক করা হয়। পরে ট্রলারসহ জাটকাগুলো জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসা হয়। ট্রলারে থাকা জাটকার মালিক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

এর আগে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেঘনার মোহনা এলাকায় জেলা টাস্কফোর্সের অভিযানে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। রাতেই জব্দ জাটকা এতিমখানায় বিতরণ ও জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ড্রেজার-বাল্কহেডসহ গ্রেপ্তার ৯
চাঁদপুরে ড্রেজার পাইপে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, বাড়ছে দুর্ঘটনা
চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ৫০ বছরে পদার্পণ