• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ এপ্রিল ২০২৪, ১৪:৪৫
কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বাসের চাপায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ওই ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালককে আটক করা যায়নি।

রোববার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।

সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বড়ইতলী গ্রামে নিহত পরিবারের বাড়িতে গেলে এমন চিত্র দেখা যায়।

নিহতরা হলেন উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেলের ছেলে আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিন (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন সালনা হাইয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন।

পরিবারের বরাতে পুলিশ জানায়, আসিফ মাহমুদ ও তানজিনের দশ মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। রোববার রাতে আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিনকে নিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ির ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌছালে জামালপর পরিবহনের একটি বাস আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিনকে চাপা দেয়। তারা দুজনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় দুজনই গুরুত আহত হন।

পুলিশ আরও জানায়, আহত অবস্থায় আসিফ মাহমুদ ও তানজিনকে উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পরে পুলিশ তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে ওসি মো. শাহাদাত হোসেন বলেন, আমরা বাসটিকে জব্দ করেছি। তবে বাসের চালককে আটক করা যায়নি।

এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় সরণিতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
ট্রাক উল্টে কিশোর চালক নিহত
টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১
কাশ্মীরে ভারতীয় তিন সৈন্য নিহত