ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনকালে আটক ২৮

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ১১:০৭ এএম


loading/img
ছবি : আরটিভি

চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকালে ৯ বাল্কহেড, একটি লোড ড্রেজার জব্দ করেছে। এ সময় আটক করা হয়েছে ২৮ জনকে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমার নেতৃত্বে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের যৌথ অভিযানে মতলব উত্তর থানাধীন মোহনপুর ইউপিস্থ বাহেরচর নামক স্থানে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন তাদেরকে আটক করে। 

আটককৃতরা হলেন মো. চাঁন মিয়া (২৯),  সুজন মিয়া (২৪), মো. আল আমিন (৩৫), মো. সফিকুল ইসলাম (৩১), ওমর ছানি (১৯), মোঃ কালন শেখ (৩৫), জলিল (৪১), মো. সোহাগ শেখ (৩৫), মোহাম্মদ কাউছার (৪১), মো. জিতু (২৪), মো. আবুল কালাম (৪২), মো. সিরাজ হোসেন (২৫), মো. নাজমুল (২৫), মো. লিটন হান (৪০), মো. বাইজিদ (২৮), মো. রাব্বি (২২), মো. আরাফাত শেখ (১৯), মো. মেহেদী হাসান বাবু (৩৩), মো. বরকত (২৭), মো. এনামুল হাওলাদার (২৩), রাশেদ প্রকাশ কাছেদ (২৩), মো. ইউসুফ আলী (৩৭), মো. জাহিদুল ইসলাম (৩৩), মো. কামাল হোসেন (৪৭), মো. সাইফুল ইসলাম (২৪), মো. জাহাঙ্গীর (৪৩), কুদ্দুছ মোল্লা (৩০), ইব্রাহিম খান (১৯)।

বিজ্ঞাপন

আটককৃত ২৮ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়েছে।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |