• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

আ.লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় সমন্বয়ককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ০৯:০১

চাঁদপুরের হাইমচরে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিবকে (২৭) কুপিয়েছে একদল যুবক। মিরাজ, জুয়েল ও সিয়াম নামে কয়েকজন এ হামলায় নেতৃত্ব দেয় বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে হাইমচর সরকারি কলেজের সামনে তারা ধারালো অস্ত্র দিয়ে সমন্বয়ক আহসান হাবিবের ওপর অক্রমণ চালিয় তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে তাকে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

সমন্বয়ক আহসান হাবিব বলেন, গত ৪ আগস্ট হাইমচর উপজেলায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় গত ১৭ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীসহ ৪৩ জনের নাম এজাহারভুক্ত করে আমি মামলা দায়ের করি। সেই মামলা তুলে নিতে আবদুল জলিল মাস্টার আমাকে বার বার হুমকি দেয়। সেই জের ধরে মিরাজ, জুয়েল ও সিয়াম আমার ওপর হামলা চালায়।

এ ব্যাপারে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন বলেন, আহসান হাবিবের ওপর হামলার ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদেরকে আটকের চেষ্টা চলছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ৬ জনকে খুন করেন ইরফান, জানাল র‍্যাব
জাহাজে হত্যাকাণ্ড: ৭ দিনের রিমান্ডে গ্রেপ্তার ইরফান   
খাগড়াছড়িতে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার 
জাহাজে নিহত নড়াইলের ২ জনের দাফন সম্পন্ন