• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

চাঁদপুর পৌরসভার অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযান 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১৫:২৪
চাঁদপুর পৌরসভার অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযান 
ছবি : আরটিভি

চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে অবৈধ ভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় অর্ধশত দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক গোলাম জাকারিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ হাওলাদার বলেন, চাঁদপুর পৌরসভার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। বিপনীবাগ বাজার দিয়ে আজ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শহরের রাস্তার দুপাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শহরকে যানজট মুক্ত করবে পৌরসভা।

চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ বলেন, চাঁদপুর পৌরসভার বিপনীবাগ বাজারে এ পর্যন্ত প্রায় ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। অনেকে নিজ দায়িত্বে তাদের অবৈধ স্থাপনা সরিয়েও নিয়েছে। এ ছাড়াও শহরের অনন্য স্থানে গড়ে ওঠা দোকানগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর-শাশুড়ি আটক
হাজীগঞ্জে জব্দ করা সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি
‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলে ঘুষ গ্রহণ, এসআই প্রত্যাহার