• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলে ঘুষ গ্রহণ, এসআই প্রত্যাহার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১৬:০২
‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলে ঘুষ গ্রহণ, এসআই প্রত্যাহার
ছবি : সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ থানা থেকে পুলিশের এসআই মাহফুজুর রহমানকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি তার একটি ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

এর আগে, সোমবার (১১ নভেম্বর) দুপুরে এসআই মাহফুজকে হাজীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করা হয়।

ভিডিওতে দেখা যায়, এসআই মাহফুজুর রহমান হাজীগঞ্জের একটি দোকানে সাদা পোশাকে বসে ঘুষের টাকা গুনে নিচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, এসআই মাহফুজ স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন। প্রথমে তিনি বলেন, ‘১০ হাজার টাকা কইছি’, এরপর তার সামনে বসে থাকা ব্যক্তি বলেন, ‘সবুরে মেওয়া ফলে।’ মাহফুজ উত্তরে বলেন, ‘এক টাকাও কম হইতো ন।’ তারপর তিনি মুচকি হাসে এবং ‘কাম শেষ, এখন টিয়া’ বলে আরেকজনের কাছ থেকে টাকা গ্রহণ করেন।

তার কথোপকথনে আরও উঠে আসে, ‘টাকা গুনে নেওয়া সুন্নত’ এবং ‘রুম অন্ধকার, আল্লাহ কইছে মাইনসেরে দেহাই কিল্লাই।’

ঘটনার পর প্রথমে এসআই মাহফুজ অভিযোগ অস্বীকার করেন, পরে তিনি বলেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’

ঘুষ নেওয়ার ভিডিও সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি চুপ থাকেন।

চাঁদপুর পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে এসআই মাহফুজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে হাজীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এখন এই ঘটনার তদন্তে একজন পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হবে।’

আরটিভি/এমকে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর-শাশুড়ি আটক
হাজীগঞ্জে জব্দ করা সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি
চাঁদপুর পৌরসভার অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযান 
চাঁদপুর সরকারি হাসপাতালের দালালদের হামলায় সমন্বয়ক আহত