• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ২১:১২
রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাই মে মারমা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার ডাকবাংলো পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।

জানা যায়, বান্দরবান থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বান্দরবানগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাই মে মারমার।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ডাকবাংলো এলাকায় অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাই মে মারমা নামে এক যাত্রী নিহত হন। এ ছাড়া অটোরিকশার চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী।

তিনি আরও বলেন, বাসটিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। তারা শিক্ষা সফরে বান্দরবান যাচ্ছিলেন। তাদের তেমন কোনো ক্ষয়ক্ষিত হয়নি। বাসের চালক ও হেলপারকে আটক করে গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ণার্থীবাহী বাস উল্টে আহত ২০
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
রাঙ্গামাটি হবে ‘বিশুদ্ধ বাতাসের শহর’
রাঙ্গামাটিতে ২ ভারতীয় নাগরিক আটক