• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষ

আরটিভি নিউজ

  ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:২৫
ছবি: সংগৃহীত।

হ‌বিগ‌ঞ্জের আজ‌মিরীগ‌ঞ্জে ফেসবু‌কে ট‌্যাস্টাস দেওয়াকে কেন্দ্র ক‌রে দুপ‌ক্ষের ঘণ্টাব‌্যাপী সংঘর্ষে ৩৫ জন আহত হ‌য়ে‌ছেন।

শ‌নিবার (২৮ ডিসেম্বর) সকা‌লে আজ‌মিরীগঞ্জ উপ‌জেলার প‌শ্চিমবাগ গ্রা‌মে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পু‌লিশ জানায়, আজ‌মিরীগঞ্জ উপ‌জেলার প‌শ্চিমবাগ গ্রা‌মের ধন মিয়া তার‌ ফেসবুক পেজে অলি মিয়ার বিরু‌দ্ধে মানহা‌নিকর স্ট্যাটাস দেয়। গতকাল শুক্রবার সন্ধ‌্যায় এ নি‌য়ে উভয়ের ম‌ধ্যে ঝগড়া হয়। রা‌তে স্থ‌ানীয়রা ও পু‌লিশ গি‌য়ে বিষয়টি মীমাংসা ক‌রে। এ ঘটনার জের ধ‌রে ধন মিয়া ও অলি মিয়ার স্বজ‌নরা শ‌নিবার সকা‌লে পুনরায় দেশী অস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়েন।

ঘণ্টাব‌্যাপী সংঘ‌র্ষে উভয়প‌ক্ষের নারী ও পুরুষসহ ৩৫ জন আহত হ‌য়ে‌ছেন। পু‌লিশ খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। আহত‌দের আজ‌মিরীগঞ্জ ও হ‌বিগঞ্জ সদর হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।

আজ‌মিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এডি এম মাইদুল হাসান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আমরা গেলে প‌রিস্থি‌তি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থে‌কে দেশীয় অস্ত্র উদ্ধার ক‌রা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজমিরীগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষ
দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে নিহত ১, আহত ১২
হ‌বিগ‌ঞ্জের লাখাইয়ে নারী শি‌ক্ষিকার মর‌দেহ উদ্ধার
তুচ্ছ ঘটনায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক