সাজেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন বাঘাইহাট সেনা জোন

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ , ০৪:০০ পিএম


সাজেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন বাঘাইহাট সেনা জোন
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের সাজেক অদ্বিতীয় পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই উপহার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) দুপুরে সাজেক অদ্বিতীয় পাবলিক স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি প্রাক প্রাথমিক হইতে ৩য় শ্রেণির বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল আমিন।

বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেকের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সাজেক অদ্বিতীয় পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, ৩৬নং সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা (নয়ন), স্কুল পরিচালনা কমিটির সদস্য সাজেক ইউনিয়নের মহিলা মেম্বার সুমিতা চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সহ-সভাপতি মো. রায়হান উদ্দিন, সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং স্কুল পরিচালনা কমিটির অন্যান্য সদস্যসহ বাঘাইহাট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্ণেল মো. খায়রুল আমিন বলেন, সরকার কর্তৃক সমগ্র বাংলাদেশে বিনামূল্যের বই বিতরণ হচ্ছে। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ দরিদ্র অভিভাবকদের জন্য স্বস্তির ব্যাপার। রাষ্ট্রের পক্ষ থেকে এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে বলে আমাদের বিশ্বাস। শুধু বিনামূল্যের বই নয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আরও অনেক কিছু করার চিন্তা আছে। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission