• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে চলল ট্রেন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:০১
ছবি : আরটিভি

যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু দিয়ে আজ রোববার পূর্ণগতিতে ট্রেন চলছে। পরীক্ষামূলকভাবে এই ট্রেন আগামীকাল সোমবারও চলবে। এর আগে গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। তবে এবার ট্রেনটি পূর্ণ গতিতে চলাচল করবে।

রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় চারটি কোচ ও একটি ইঞ্জিন সংযোজিত দুটি ট্রেন সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্ত থেকে একযোগে দ্বিতীয় পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করে। পরে পর্যায়ক্রমে ৪০ কিলোমিটার থেকে ধাপে ধাপে বাড়ানো হয় গতি। এক পর্যায়ে কাঙ্ক্ষিত গতি ১২০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম হয় পরীক্ষামূলক ট্রেন দুটি।

রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, গত ২৬ নভেম্বর আমরা সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছিল। আজ পূর্ণগতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামীকাল সোমবারও রেল সেতুতে পূর্ণগতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে ভুলত্রুটি শনাক্ত করা হবে। পরীক্ষামূলক ট্রেন চলাচল সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই রেলসেতুটি উদ্বোধন করা হবে। এ রেল সেতু দিয়ে ট্রেন চলবে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে। সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই জয়েন্টভেঞ্চার।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২
যমুনা রেলসেতুতে রোববার পূর্ণগতিতে চলবে ট্রেন
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু