চাঁদপুরে ভাসমান সেচ প্রকল্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ১২:৩২ পিএম


চাঁদপুরে ভাসমান সেচ প্রকল্পের উদ্বোধন
ছবি : আরটিভি

চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন বোরো মৌসুমে রাগৈ বিল খাল ভাসমান সেচ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এ প্রকল্পের উদ্বোধন করেন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের জেনারেল ম্যানেজার হাসান আহমেদ টিপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, বিএডিসির প্রকৌশলী মো. মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক বলেন, নিজেদের জমিতে পেঁয়াজ আলুসহ বিভিন্ন খাদ্যশস্য চাষাবাদ করে আমদানি নির্ভরতা কমাতে হবে। কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে। এটা অন্যায়, এ মাটিই আপনার মা, বাবা। মৃত্যুর পর এই মাটির বুকেই আপনাকে ফিরে যেতে হবে। মা ও মাটি রক্ষার কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে। না হলে আগামী দিনে কৃষি উৎপাদন বন্ধ হয়ে যাবে। যার জন্য আগামী প্রজন্ম আপনাদের অভিশাপ দিবে।

তিনি আরও বলেন, নদী-খাল দখলের মাধ্যমে এ প্রকৃতিকে আগামী দিনের জন্য আপনারা মেরে ফেলছেন। নিজেরাই নিজেদের ক্ষতি করছেন। মা, মাটি কৃষক ও পরিবেশকে বাঁচাতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

আরটিভি/এএএ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission