চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউপির লোট্টা দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, শাহরাস্তি উপজেলার সূচিপাড়া গ্রামের রাগৈই ছাড়া বাড়ীর নূর মোহাম্মদের পুত্র বিল্লাল হোসেন দুই মাস পূর্বে মালয়েশিয়া থেকে ছুটি কাটাতে বাড়িতে আসে। শুক্রবার তার মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল। ওই হিসেবে সে আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবের নিকট বিদায় নিতে একটি বাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরছিল। ওই সময় সে লোট্রা বাজার অতিক্রমকালে একটি বালু বোঝাই পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বিল্লাল ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হবে।
তিনি জানান, পিকআপটি আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/এএএ