• ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১
logo

নামাজে যাওয়ার সময় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩২
নামাজে যাওয়ার সময় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে তাকে হত্যা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী।

নিহত জাহাঙ্গীর উপজেলার নোয়াপাড়া নিরামিশপাড়ার আবু ছৈয়দ মেম্বারের ছেলে এবং নোয়াপাড়া মাকসুদ কমিইউনিটি সেন্টারের মালিক। এ ছাড়াও নগরের আছাদগঞ্জে তার শুটকির ব্যবসা রয়েছে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম নগর থেকে শুক্রবার জুমার নামাজ পড়তে মোটর সাইকেলে করে গ্রামের বাড়িতে যান জাহাঙ্গীর। তিনি স্থানীয় আসদ আলী মাতবর বাড়ি জামে মসজিদের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয় এবং এর পরে গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জাহাঙ্গীর মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, ‘জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিরকুট লিখে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন শিক্ষক
চট্টগ্রামে ২৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও বরিশাল, বাকিরা কোথায়?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার