ঢাকার ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস করে দেওয়ার কয়েক দিনের মধ্যেই প্রশাসনকে তোয়াক্কা না করে পুনরায় চিমনি নির্মাণের অপরাধে ইমন ব্রিকস ও ফোর স্টার ব্রিকসসহ ৩টি ভাটার চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা জেলা ও ধামরাই উপজেলা প্রশাসন। অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রৌশন ইসলাম।
বুধবার (১২ মার্চ) বিকেলে ধামরাই উপজেলার আমতা ও ভাড়ারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সুরমা ব্রিকস ও পুনরায় চিমনি নির্মাণের অপরাধে ইমন ব্রিকস, ফোর স্টার ব্রিকসের চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
প্রশাসন জানায়, সারাদেশে সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইটভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ধামরাই উপজেলার সকল অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএ/এস