মোবাইলে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে গেল যুবক, অতঃপর...

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

বুধবার, ২১ মে ২০২৫ , ০৪:৫৮ পিএম


মোবাইলে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে গেল যুবক, অতঃপর...
নাজমুল হাসান। ছবি: আরটিভি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মানাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বুধবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন।

নিহত নাজমুল হাসান (৩৩) উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল হাসান ও তার বন্ধুরা মিলে ঘুরতে বের হয়। এ সময় তারা উপজেলার কলেজপাড়ার একটি নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় যায়। সেখানে বন্ধুদের সঙ্গে নাজমুল হাসান লুডু খেলছিল। একপর্যায়ে তার মোবাইল ফোনে কল আসলে তিনি মোবাইল নিয়ে ভবনের একাংশে লিফটের ফাঁকা অংশ দিয়ে তিনি পড়ে যান। তাৎক্ষণিকভাবে তার বন্ধুরা বিকট আওয়াজ পেয়ে নিচে নেমে দেখে নাজমুল কাতরাচ্ছেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

নাজমুল হাসান উপজেলার সদর এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে। তিনি ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১০ ব্যাচের ছাত্র ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং একটি কন্যা সন্তান রয়েছে তার।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, নাজমুল হাসান মোবাইলে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তার বন্ধুরা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission