ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মহামূল্যবান কষ্টি পাথরের শিব মূর্তি উদ্ধার, আটক ২

সাভার প্রতিনিধি

শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ , ০২:০০ পিএম


loading/img

সাভারে প্রায় ৫০ কেজি ওজনের একটি মহা-মূল্যবান কষ্টি পাথরের শিব মূর্তিসহ দুইজনকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

শুক্রবার গভীর রাতে সাভারের কলমা মধ্যপাড়ায় মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে মূল্যবান ওই কষ্টি পাথর উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ধামরাই উপজেলার ডাউটা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. রুবেল (৩৬) ও টাঙ্গাইল মির্জাপুর থানার পাচঁদানা গ্রামের দানেজ এর ছেলে মো. আল আমিন (৩০)। 

বিজ্ঞাপন

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ আরটিভি অনলাইনকে জানান, এসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কলমা মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় কলমা মধ্যপাড়ায় মোহাম্মদ আলীর বাড়ি থেকে কষ্টি পাথরের শিব মূর্তিসহ মো. রুবেল ও মো. আল আমিনকে আটক করা হয়। আটককৃতরা মূর্তি চোরাচালান চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, উদ্ধার করা শিব মূর্তিটি সত্যিকারের কষ্টি পাথরের কিনা সেটি সঠিকভাবে যাচাইয়ের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন :

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |