• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

উল্টো পথে আসা বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ২৩ মার্চ ২০১৯, ১৮:১৯

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় উল্টো পথে আসা বনফুল পরিবহনের একটি বাসের ধাক্কায় অন্তর (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মেদিনীমণ্ডল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তর মেদিনীমণ্ডল আনোয়ার আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও মালয়েশিয়া প্রবাসী মো. রাজা মিঞার ছেলে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের সহপাঠীরা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। প্রায় আড়াইঘণ্টা পর লৌহজং থানার নির্বাহী কর্মকর্তা কবিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে দোষী ব্যক্তিদের সাজার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে অন্তর স্কুল থেকে মেদিনীমণ্ডল এলাকার ঢাকা-মাওয়া মহাসড়ক দিয়ে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে ঢাকা-খুলনা রোডের বনফুল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২১৮০) একটি যাত্রীবাহী বাস উল্টোপথে গিয়ে শিক্ষার্থী অন্তরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় অন্তর। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। প্রায় একঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্ধ করা হলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অক্টোবরে সড়কে ঝরেছে ৪৭৫ প্রাণ
ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার 
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১
অনাগত সন্তানকে দেখার আগেই অগ্নিদগ্ধ হয়ে মিশর প্রবাসীর মৃত্যু