কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে সম্রাট তালুকদার (২৬) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য আরেকজন আহত হন।
বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে সড়কের কাস্তুল ইউনিয়নের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সম্রাট অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামের মৃত আবুল কাশেম তালুকদারের ছেলে। গুরুতর আহত অন্য আরোহী হৃদয় মিয়া (২৫) একই গ্রামের শাহ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাট ও হৃদয় বাইক চালিয়ে মিঠামইন উপজেলা সদরে যাওয়ার পথে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কের ভাতশালা সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এ সময় পথচারীরা তাদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সম্রাট তালুকদার চিকিৎসকাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
অন্য আরোহী হৃদয় মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক নিক্সন বিশ্বাস বলেন, সম্রাটকে হাসপাতালের চিকিৎসা দেওয়ার সময় মৃত্যুবরণ করেন। অন্যদিকে মুমূর্ষু হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, দুঃখজনক ঘটনা। এমন মৃত্যু কাম্য নয়। এই সড়কে বাইক চলাচলে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে।
আরটিভি/এমকে-টি