• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
অষ্টগ্রামে কৃষকের মাঝে ১৫ গার্ডেন টিলার বিতরণ
অষ্টগ্রামে বাইক দুর্ঘটনায় যুবক নিহত
কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে সম্রাট তালুকদার (২৬) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য আরেকজন আহত হন। বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে সড়কের কাস্তুল ইউনিয়নের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্রাট অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামের মৃত আবুল কাশেম তালুকদারের ছেলে। গুরুতর আহত অন্য আরোহী হৃদয় মিয়া (২৫) একই গ্রামের শাহ আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাট ও হৃদয় বাইক চালিয়ে মিঠামইন উপজেলা সদরে যাওয়ার পথে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কের ভাতশালা সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এ সময় পথচারীরা তাদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সম্রাট তালুকদার চিকিৎসকাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্য আরোহী হৃদয় মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক নিক্সন বিশ্বাস বলেন, সম্রাটকে হাসপাতালের চিকিৎসা দেওয়ার সময় মৃত্যুবরণ করেন। অন্যদিকে মুমূর্ষু হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, দুঃখজনক ঘটনা। এমন মৃত্যু কাম্য নয়। এই সড়কে বাইক চলাচলে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। আরটিভি/এমকে-টি
অষ্টগ্রামে নারী শ্রমিকদের সঞ্চিত অর্থের চেক বিতরণ 
কিশোরগঞ্জে পর্যটকবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১
অষ্টগ্রামে বজ্রপাতে জেলে নিহত
অষ্টগ্রামে বালু উত্তোলন, ড্রেজারসহ গ্রেপ্তার ৫
আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে অষ্টগ্রাম বড় বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের ফ্যাসিবাদী লালসার শিকার হয়ে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বিনাবিচারে দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। অবিলম্বে তিনিসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তি চাই। মানববন্ধনে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল প্রমুখ বক্তব্য রাখেন।
২৭ ঘণ্টা পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের মিঠামইন হাওরের পানিতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর পর্যটক আবীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবরি দল। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মিঠামইন জিরোপয়েন্ট ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ পর্যটক আবীর হোসেন ঢাকা মেট্রোপলিটন এলাকার উত্তর মুগদা পাড়ার বাসিন্দা আবদুল আলিম ও আঁখি আক্তার দম্পতির ছেলে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ জুলাই) মা আঁখি আক্তারসহ পরিবার নিয়ে কিশোরগঞ্জ হাওরাঞ্চল ঘুরতে আসেন আবীর। বেলা ৩টার দিকে মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামেন তারা। এ সময় একজন পর্যটক স্রোতে ভেসে যাওয়ার সময় তাকে সহায়তা করতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন আবীর। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৬টায় উদ্ধার অভিযান শুরু করে। আলো স্বল্পতার কারণে রাতে বিরতি দিয়ে শনিবার সকাল ৮টায় দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘শনিবার দিনব্যাপী উদ্ধার অভিযান চালানো হয়। বিকেল ৬টায় মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
সড়কে ঘুরতে গিয়ে বাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাইষা আক্তার (১০) নামে এক শিশু। নিহত মাইষা আক্তার অষ্টগ্রাম সদর ইউনিয়নের কাটাদিঘীর পাড়ের আশরাফ মিয়ার মেয়ে। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মাইষাসহ কয়েকজন ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে ঘুরতে যান। সন্ধ্যার দিকে হাঠাৎ একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হন মাইষা আক্তার ও মোটরসাইকেল আরোহী দুই যুবক। পরে স্বজনরা তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মাইষাকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল আরোহী যুবক মো. মোস্তফা মিয়া ও তার বন্ধু ভৈরব উপজেলার পৌরসভার চন্ডিবের মহল্লার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলী মুহাম্মাদ রাশেদ। তিনি বলেন, ‘অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মিঠামইন হাওরে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ
কিশোরগঞ্জের মিঠামইন হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ রয়েছেন আবীর হোসেন (২০) নামে এক পর্যটক। শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মিঠামইন জিরোপয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক আবীর হোসেন ঢাকা মেট্রোপলিটন এলাকার উত্তর মুগদা পাড়ার বাসিন্দা আবদুল আলিম ও আঁখি আক্তার দম্পতির ছেলে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার মা আখিঁ আক্তারসহ পরিবার নিয়ে কিশোরগঞ্জ হাওরাঞ্চল ঘুরতে আসেন আবীর। বিকেল ৩টার দিকে মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় হাওরে গোসল করতে নামেন তারা। এ সময় একজন পর্যটক ভেসে যাচ্ছিল। তাকে সহায়তা করতে গিয়ে তলিয়ে যান আবীর। খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী পর্যটক সুজন আহমেদ ইমরান বলেন, ‘আমরা বন্ধুরা গোসল করছিলাম, পাশেই গোসল করছিল আবীররা। হঠাৎ আবীরের সঙ্গেই একজন ডুবে যাচ্ছিল, তাকে সহায়তা করতে গিয়ে তলিয়ে যান আবীর। আমরা আবীরকে উদ্ধারের চেষ্টা করি। ততক্ষণে তলিয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিই।’ মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের ডুবুরি দল কিশোরগঞ্জ থেকে রওনা করেছে। তারা এলে উদ্ধার অভিযান শুরু হবে।’ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।
হাওরে পানিতে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ আবিদুর রহমানের (২৩) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (৬ জুলাই) বেলা ৩টার দিকে আবিদের মরদেহ উদ্ধার করে করিমগঞ্জ থানায় হস্তান্তর করে করিমগঞ্জ ফায়ার সার্ভিস ডুবুরি দল। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) করিমগঞ্জের বালিখলা থেকে নৌকা নিয়ে কিশোরগঞ্জ হাওর বেড়ানো শেষে বিকেলে ৫টার দিকে মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের হাসানপুর সেতু সংযোগ সড়কের পানিতে বন্ধুরা মিলে গোসল করতে নামেন আবিদ। স্রোতের বিপরীতে সাঁতরাতে গিয়ে হঠাৎ পানিতে তলিয়ে যায় আবিদ। এ সময় সাঁতার না জানায় আবিদকে উদ্ধার করতে পারেনি তার বন্ধুরা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার সকাল ৭টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বেলা ৩টার দিকে আবিদের মরদেহ উদ্ধার করে। নিহতের চাচা মোর্শেদ খান বলেন, আবিদ গাজিপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো। তারা কয়েক বন্ধু মিলে শুক্রবার হাওর বেড়ানো শেষে হাসানপুর ব্রিজে গোসলের সময় এই দুর্ঘটনা ঘটে। আমরা চাই ময়নাতদন্ত ছাড়া আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে চট্টগ্রামে যেতে। করিমগঞ্জ ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক এনামুল হক বলেন, খবর পেয়ে ডুবুরি দল করিমগঞ্জে পৌঁছে। সকালে উদ্ধার অভিযান শুরু করে বিকেল ৩টায় মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
মালচিং পদ্ধতিতে মরিচ চাষে সাফল্য
শহরে করতেন ব্যবসা। বিশাল পুঁজি বিনিয়োগ করেও নেই আশানুরূপ লাভ। তখন ইউটিউব দেখে দেখে শেখেন চাষবাস। পরে ব্যবসা ছেড়ে গ্রামে শুরু করেন সবজি চাষ। জমি লিজ নিয়ে মালচিং ও আধুনিক পদ্ধতিতে সবজি ও মসলা চাষ করে মিলে দ্রুত সাফল্য। কৃষকদের ভালো ফলনের পরামর্শ দিয়ে পান জনপ্রিয়তা। তাই গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কৃষকদের মনোনীত প্রার্থী হিসেবে মেম্বার নির্বাচিত হন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রেখন মিয়া। ইউপি সদস্য নির্বাচিত হলেও সকাল-সন্ধ্যা কাজ করেন জমিতে। জরুরি কাজ ছাড়া যান না পরিষদে, ভোটারদের দরকারি কাজ সারতে সঙ্গে রাখেন কলম ও সিল। জমিতে দাঁড়িয়ে হাসিমুখে স্বাক্ষর ও কৃষিবিষয়ক পরামর্শ দেন। চাষিরা কৃষি পরামর্শ নিতে ভিড় করেন তার বাড়িতে। ডাকে ‘কৃষি ডাক্তার’ বলে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হওয়া রেখন মিয়া সবজি ও মসলা চাষ করে বছরে আয় করেন কয়েক লাখ টাকা। ইতোমধ্যে ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অধীনে ‘তৃতীয় সেরা কৃষক’ পুরস্কার ২০২৩ সালে পেয়েছেন। কৃষি উদ্যোক্তা রেখন মিয়ার ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তার বাবা প্রয়াত আবদুস সালাম। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান রেখন সিলেট শহরে করতেন সবজির ব্যবসা, রোদেপুড়ে কৃষি কাজ ছিল তার বিরক্তির কারণ। ২০১০ সালে বাবার মৃত্যুর পর গ্রামে শুরু করেন ডেকোরেশন ব্যবসা। অনেক পুঁজি বিনিয়োগ করেও মেলেনি সাফল্য। ২০১৪ সালে ইউটিউব দেখে আধুনিক পদ্ধতিতে জমি লিজ নিয়ে শুরু করেন সবজি চাষ। শুরু হয় সাফল্যের পথ চলা। ২০২২ সালে ৮৫ শতাংশ জমি লিজ নিয়ে বর্ষাকালীন টমেটো চাষ করেন, খরচ শেষে আয় করে ৬ লাখ টাকা। ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অধীনে ‘তৃতীয় সেরা কৃষক’ পুরস্কার পান। চলতি বছর ৬মাসের জন্য ৭৫ শতাংশ জমি লিজ নেন ১২ হাজার টাকায়। মালচিং পদ্ধতিতে ৫৫ শতাংশে মরিচ ও ২০ শতাংশে চাষ করেন টমেটো এবং শিংনাথ বেগুন। ইতোমধ্যে ৭৫হাজার টাকার টমেটো ও বেগুন বিক্রি করেন। আর ৫৫ শতাংশ জমির কাঁচা ও শুকনো মরিচ বিক্রি করেন সাড়ে তিন লাখ টাকার। প্রায় সোয়া চার লাখ টাকার সবজি ও মসলা উৎপাদনে খরচ করতে হয়েছে ১ লাখ ৩৮ হাজার টাকা। জমিতে ব্যবহৃত মালচিং পেপার ও বাঁশের খুটি ব্যবহার করতে পারবেন আগামী মৌসুমে। তার এই সাফল্য দেখে তরুণের মধ্যে আগ্রহ বাড়ছে কৃষি উৎপাদনে। কৃষিবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও ইউটিউব দেখে অর্জিত অভিজ্ঞতা ও কৃষি বিষয়ক পরামর্শ কৃষকের মাঝে ছড়িয়ে দিতে নিজ বাড়িতে খোলেন ‘আধুনিক কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্র।’ যেখানে ভিড় করেন এলাকার কৃষকরা। মোহাম্মদ রেখন মিয়া বলেন, আমার নিজস্ব জমি নেই। কম পুঁজিতে বেশি লাভবান করতে কৃষির বিকল্প নেই। সরকারি খাস জমি লীজ পেলে বারোমাস সবজি ও মসলা চাষ করে দেশের চাহিদা পূরণ ও বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারতাম। এই বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করি। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ চন্দ্র সরকার বলেন, রেখন মিয়া একজন কৃষি উদ্যোক্তা। আমরা তাকে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রদর্শনী প্লট দিয়ে সহযোগিতা করি। তিনি প্রশিক্ষণ ও ইউটিউব দেখে কৃষি উৎপাদনে যে অভিজ্ঞতা ও সাফল্য অর্জন করেছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, আমার এ সহকর্মী অত্যন্ত কৃষি বান্ধব একজন মানুষ। তিনি ইউপি সদস্য নির্বাচিত হলেও দিনরাত চাষবাস নিয়ে থাকেন। কৃষকদের কল্যাণে কৃষি পরামর্শ বিলিয়ে বেড়ান। উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার বলেন, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় রেখন মিয়াকে ৩৩ শতাংশ জমির জন্য মালচিং পদ্ধতিতে মরিচ চাষের একটি প্রদর্শনী ও প্রশিক্ষণ দেয় উপজেলা কৃষি অফিস। এতে উদ্বুদ্ধ হয়ে এবার ৫০শতাংশ জমিতে হাইব্রিড ‘বিজলী প্লাস’ জাতের মরিচ চাষ করে লাভবান হন। স্থানীয় ইউপি সদস্য ও একজন অগ্রগামী কৃষক, রেখনকে দেখে উদ্বুদ্ধ হয়ে এলাকায় মরিচ চাষের আবাদ বাড়ছে।