• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo
ইটনায় বর্ষার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইটনা আওয়ামী লীগ সভাপতিসহ ৩৮ জনের নামে মামলা
কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুলসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভোক্তভোগী হারুন মিয়া। রোববার (২৫ আগস্ট) রাতে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ওয়ারা গ্ৰামের মৃত কাশেম আলীর ছেলে মো. হারুন মিয়া (৩৫) বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হারুন মিয়া মোটরসাইকেল প্রতীকের প্রচারণা শেষে ২৫ মে বাড়িতে ফেরার পথে আসামিরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ককটেলসহ অতর্কিত হামলা চালায়। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী চৌধুরী কামরুলের নির্দেশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাদী মুদিরগাঁও বিএনপি অফিসে আশ্রয় নিলে সেখানেও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে অফিস ভাঙ্গচুর করে। আসামিদের ভয়ে আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে পারেনি বলে অভিযোগ করেন। আসামিরা হলেন- ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অব্যাহতি প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, বাদলা ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান, ধনপুর ইউপি চেয়ারম্যান প্রদীপ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জয়সিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী মামলা দায়ের করার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি, আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ইটনায় বিষপানে যুবকের আত্মহত্যা
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
ইটনা হাওরে বিদ্যুৎস্পৃষ্টে নৌকার মাঝি নিহত
বৈদ্যুতিক টাওয়ারে যুবক, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩ উপজেলা
ঝড়ের কবলে উল্টে গেল নৌকা, নারী নিহত
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত ইটনায় মেয়ের বাড়ি বেড়ানো শেষে নাতি-নাতনি নিয়ে ফেরার পথে ঝড়ের কবলে নৌকা ডুবে প্রাণ গেল শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর। বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার রায়টুটি ইউনিয়নের হালালের হাওরের বেকি বিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামছুন্নাহার ইটনা সদর ইউনিয়নের হাজারীকান্দা গ্রামের আলাল মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহার কিছুদিন আগে উপজেলার রায়টুটি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে, তিন নাতি-নাতনিকে  নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। হাওরের বেকি বিল পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় হাওরে থাকা স্থানীয় মৎস্যজীবীরা তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুন্নাহারকে মৃত ঘোষণা করেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী। তিনি বলেন, ‘রায়টুটি ইউনিয়নের হালালের হাওরের বেকি বিলে ঝড়ের কবলে একটি নৌকা ডুবে যায়। এতে শামছুন্নাহার নামের এক নারী মারা গেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’