• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
ইটনায় ধানবোঝাই নৌকাডুবি, মাঝি নিহত
ছেলের শাশুড়ির চড়-থাপ্পড় ও মারপিটে প্রাণ গেল বৃদ্ধের
কিশোরগঞ্জের ইটনায় ছেলের শাশুড়ির চড়-থাপ্পড়ে খোরশেদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ওয়ারা গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত মো. খোরশেদ মিয়া জয়সিদ্ধি ইউনিয়নের ওয়ারা গ্ৰামের মৃত তারা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন পূর্বে খোরশেদ মিয়ার ছেলে ও ছেলের বউয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। সোমবার সকালে খোরশেদ মিয়া গ্রামের বাজার থেকে মাছ কিনে বাড়ি ফেরার পথে ছেলের শাশুড়ি স্থানীয় কয়েকজন লোক নিয়ে তার পথ আটকে ঝগড়ার বিষয়ে জানতে চান। এ সময় তাদের মধ্যে তর্কাতকি হয়। খোরশেদ মিয়াকে চড়-থাপ্পড় মারেন তার ছেলের শাশুড়ি। এ ছাড়াও সঙ্গে থাকা লোকজন খোরশেদ মিয়াকে মারপিট করে। পরে আহত খোরশেদ মিয়া ওয়ারা বাজারে ফিরে গিয়ে তাকে পথ আটকে মারপিটের ঘটনা ইউপি সদস্য রফিকসহ স্থানীয়দের জানান। এ সময় খোরশেদ মিয়া জ্ঞান হারালে স্থানীয়রা উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। ৭ নম্বর ইউপি সদস্য রফিক মুঠোফোনে বলেন, ‘খোরশেদ মিয়াসহ বাজারের লোকজনের সামনে তাকে মারপিট করার ঘটনা বলতে গিয়ে হঠাৎ চেয়ার থেকে চায়ের কাপসহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আমরা ধরাধরি করে তাকে উপজেলা হাসপাতালে পাঠাই।’ ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। খোরশেদ মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ আরটিভি/এমকে
ইটনা হাওরে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
ইটনায় বর্ষার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইটনা আওয়ামী লীগ সভাপতিসহ ৩৮ জনের নামে মামলা
ইটনায় বিষপানে যুবকের আত্মহত্যা
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ইয়াছিন মিয়া (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন মিয়া ইটনা সদর ইউনিয়নের বড় হাটি গ্রামের মো. করম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে হাওরে মাছ ধরতে নৌকা নিয়ে হাওরে যান ইয়াছিন। সকাল ৮টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ইয়াছিন নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস ও স্বজনদের খবর দেয় নৌকায় থাকা জেলেরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগে দুপুর ১২টার দিকে ইয়াছিনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী। তিনি বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে নিহত হয়েছেন এক জেলে। মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইটনা হাওরে বিদ্যুৎস্পৃষ্টে নৌকার মাঝি নিহত
কিশোরগঞ্জের ইটনা হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোখলেছ মিয়া (৪৮) নামে এক নৌকার মাঝি নিহত হয়েছেন। রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইটনা উপজেলার মৃগার ইউনিয়নের উজান-রাজিবপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোখলেছ মিয়া মৃগা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত গোলজার মিয়ার ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সকালে মোখলেছ মিয়া স্টিলের বড় নৌকা নিয়ে ধান ক্রয় করতে রাজিবপুর গ্রামে যাওয়ার পথে বিদ্যুৎ সরবরাহ লাইনে জড়িয়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. সায়েম তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী। তিনি বলেন, ‘সকালে মোখলেছ মিয়া নৌকা নিয়ে বের হয়েছিলেন। নৌকা নিয়ে চলার সময় হাওরের বিদ্যুৎ পিলারের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওরের পানিতে পড়ে যান তিনি। ঘণ্টা খানেক পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বৈদ্যুতিক টাওয়ারে যুবক, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩ উপজেলা
কিশোরগঞ্জের ইটনা হাওরে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় মানসিক ভারসাম্যহীন এক যুবক উঠে পড়ায় ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। ওই যুবককে নামাতে ঘটনাস্থলে গিয়েছে ইটনা ফায়ার সার্ভিস। বুধবার (২৬ জুন) সকালে ইটনা উপজেলার এলেংজুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন আলমগীর হোসেন (২৭) উপজেলার এলেংজুরী গ্রামের মনজিল মিয়ার ছেলে। সকালে সবার অজান্তে বাড়ির সামনে হাওর সাঁতরে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন ওই যুবক। পরে স্থানীয়রা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করলে তারা তিন উপজেলার বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয়। খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিস ছিলনি থেকে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযানের জন্য নৌকাযোগে ঘটনাস্থলে রওনা দেন।  এ সময় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার ২৪টি ইউনিয়নের ২৩টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তিন উপজেলার অষ্টগ্রামে ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনা আংশিকে ২০ হাজারসহ, প্রায় ৭৪ হাজার গ্রাহক রয়েছেন। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিঠামইন জোনাল অফিসের উপসহকারী প্রকৌশলী শামীম হোসাইন বলেন, খবর পেয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছি। উদ্ধার অভিযান শেষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
ঝড়ের কবলে উল্টে গেল নৌকা, নারী নিহত
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত ইটনায় মেয়ের বাড়ি বেড়ানো শেষে নাতি-নাতনি নিয়ে ফেরার পথে ঝড়ের কবলে নৌকা ডুবে প্রাণ গেল শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর। বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার রায়টুটি ইউনিয়নের হালালের হাওরের বেকি বিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামছুন্নাহার ইটনা সদর ইউনিয়নের হাজারীকান্দা গ্রামের আলাল মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহার কিছুদিন আগে উপজেলার রায়টুটি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে, তিন নাতি-নাতনিকে  নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। হাওরের বেকি বিল পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় হাওরে থাকা স্থানীয় মৎস্যজীবীরা তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুন্নাহারকে মৃত ঘোষণা করেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী। তিনি বলেন, ‘রায়টুটি ইউনিয়নের হালালের হাওরের বেকি বিলে ঝড়ের কবলে একটি নৌকা ডুবে যায়। এতে শামছুন্নাহার নামের এক নারী মারা গেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’