• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
ছেলের শাশুড়ির চড়-থাপ্পড় ও মারপিটে প্রাণ গেল বৃদ্ধের
ইটনা হাওরে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
কিশোরগঞ্জের ইটনা হাওরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার বিকেলে ইটনা সদর হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে ইটনা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে যৌথ অভিযান পরিচালিত হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস। অভিযানে হাওর থেকে ৩২শ’ মিটার দৈর্ঘ্যে ৮৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে প্রকাশ্যে আগুন পুড়িয়ে ধ্বংস করা হয়; যার বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এ সময় কোনো জেলেকে পাওয়া যায়নি। অভিযানে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আজমাইন আবরার, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. কামাল, ইটনা থানার এ এস আই মো. বাবুল হোসেনসহ সেনাবাহিনীর এবং পুলিশ সদস্যরা। উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস বলেন, হাওর অঞ্চলে প্রজনন মৌসুমে দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ এবং মৎস্যবিষয়ক আইন বাস্তবায়নের জন্য এ অভিযান চালানো হয়েছে। আরটিভি/এমকে-টি
ইটনায় বর্ষার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইটনা আওয়ামী লীগ সভাপতিসহ ৩৮ জনের নামে মামলা
ইটনায় বিষপানে যুবকের আত্মহত্যা
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
ইটনা হাওরে বিদ্যুৎস্পৃষ্টে নৌকার মাঝি নিহত
কিশোরগঞ্জের ইটনা হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোখলেছ মিয়া (৪৮) নামে এক নৌকার মাঝি নিহত হয়েছেন। রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইটনা উপজেলার মৃগার ইউনিয়নের উজান-রাজিবপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোখলেছ মিয়া মৃগা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত গোলজার মিয়ার ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সকালে মোখলেছ মিয়া স্টিলের বড় নৌকা নিয়ে ধান ক্রয় করতে রাজিবপুর গ্রামে যাওয়ার পথে বিদ্যুৎ সরবরাহ লাইনে জড়িয়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. সায়েম তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী। তিনি বলেন, ‘সকালে মোখলেছ মিয়া নৌকা নিয়ে বের হয়েছিলেন। নৌকা নিয়ে চলার সময় হাওরের বিদ্যুৎ পিলারের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওরের পানিতে পড়ে যান তিনি। ঘণ্টা খানেক পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বৈদ্যুতিক টাওয়ারে যুবক, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩ উপজেলা
কিশোরগঞ্জের ইটনা হাওরে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় মানসিক ভারসাম্যহীন এক যুবক উঠে পড়ায় ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। ওই যুবককে নামাতে ঘটনাস্থলে গিয়েছে ইটনা ফায়ার সার্ভিস। বুধবার (২৬ জুন) সকালে ইটনা উপজেলার এলেংজুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন আলমগীর হোসেন (২৭) উপজেলার এলেংজুরী গ্রামের মনজিল মিয়ার ছেলে। সকালে সবার অজান্তে বাড়ির সামনে হাওর সাঁতরে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন ওই যুবক। পরে স্থানীয়রা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করলে তারা তিন উপজেলার বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয়। খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিস ছিলনি থেকে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযানের জন্য নৌকাযোগে ঘটনাস্থলে রওনা দেন।  এ সময় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার ২৪টি ইউনিয়নের ২৩টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তিন উপজেলার অষ্টগ্রামে ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনা আংশিকে ২০ হাজারসহ, প্রায় ৭৪ হাজার গ্রাহক রয়েছেন। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিঠামইন জোনাল অফিসের উপসহকারী প্রকৌশলী শামীম হোসাইন বলেন, খবর পেয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছি। উদ্ধার অভিযান শেষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
ঝড়ের কবলে উল্টে গেল নৌকা, নারী নিহত
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত ইটনায় মেয়ের বাড়ি বেড়ানো শেষে নাতি-নাতনি নিয়ে ফেরার পথে ঝড়ের কবলে নৌকা ডুবে প্রাণ গেল শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর। বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার রায়টুটি ইউনিয়নের হালালের হাওরের বেকি বিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামছুন্নাহার ইটনা সদর ইউনিয়নের হাজারীকান্দা গ্রামের আলাল মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহার কিছুদিন আগে উপজেলার রায়টুটি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে, তিন নাতি-নাতনিকে  নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। হাওরের বেকি বিল পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় হাওরে থাকা স্থানীয় মৎস্যজীবীরা তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুন্নাহারকে মৃত ঘোষণা করেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী। তিনি বলেন, ‘রায়টুটি ইউনিয়নের হালালের হাওরের বেকি বিলে ঝড়ের কবলে একটি নৌকা ডুবে যায়। এতে শামছুন্নাহার নামের এক নারী মারা গেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’